নাজির সেখ:- রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পর করোনা পরিস্থিতিতে সব রকম করোনা নিধি মেনে দুর্গাপুজোর আয়োজন করছেন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা I রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে ৫০হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু হয় I ডায়মন্ড হারবার লোকসভার প্রীয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক বানার্জির নিজের সংসদীয় এলাকার অনুমোদিত পূজা কমিটিদের উপহার স্বরূপ আর্থিক অনুদান দেওয়া হয় I এই প্রথম নয়,এর আগেও সহযোগিতা করেছেন,কিন্তু এ বছর পুজো কমিটি বাড়ানোর পাশাপাশি আর্থিক অনুদানও বাড়িয়েছে I ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যেগে পান্না ভবনে প্রায় ২৪টি পূজো কমিটির উপহার স্বরূপ আর্থিক সাহায্য করেন,উপস্থিত ছিলেন ডা:হা: ব্লক১ সভাপতি গৌতম অধিকারী, ডা:হা: বিধায়ক পান্নালাল হালদার,দ:২৪পরগনা জেলার মহিলা তৃণমূল যুব সভাপতি মনমহিনী বিশ্বাস, পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার,ব্লক২ সভাপতি অরুময় গায়েন, কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,পৌরসভার কাউন্সিলর দেবকী হালদার,পম্পা চৌধুরী, উপ প্রধান মিজানুর রহমান সহ ব্লক১ এর সকল প্রধান ও পুজো কমিটিগণ I
পাশাপাশি ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যেগে মেঘনা ভবনে ৫৫ টি পূজো কমিটির উপহার স্বরূপ আর্থিক সাহায্য করেন, উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা,পৌরসভার জুন্ম কনভেনর সৌমেন তরফদার,মিউনিসিপ্যালিটির সভাপতি প্রণব হালদার সহ অন্যান্যরা I
