জেলার খবর রাজ্যের খবর স্বাস্থ্য

পশ্চিমবঙ্গের মধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটাল প্রথম স্থান অধিকার করলো।

বিউরো :- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটালের অনুষ্ঠিত হলো একটি পুরষ্কার বিতরণী সভা । কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটাল অংশগ্রহণ করেছিলো সেন্ট্রাল গভর্মেন্টেরের আয়োজিত একটি প্রোগ্ৰামে এই প্রোগ্ৰামের নাম হলো লক্সো । যথা রীতি সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই লক্সো প্রোগ্ৰামে কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটাল প্রথম স্থান অধিকার করেন । Ministry of health and family welfare , diamond harbour health District এর তরফ থেকে সার্টিফিকেট ও মেমেন্টো প্রদান করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটাল কে । এছাড়াও তার পাশাপাশি কাকদ্বীপ হসপিটালের সকল নার্স ও doctor দের একটি মেডেল ও একটি করে সার্টিফিকেট দেওয়াই হয় । এই পুরস্কার বিতরণ সভায় পুরস্কিত করা হয় চক্ষু ডিপারমেনটের ডাক্তার Dr. গৌতম কান্তি মহাশয় কে এবং ডাঃ অরিন্দম ঘোষ , মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিকেদর পাটারি ও ডাঃ বিপুল কুমার মহাশয় কে ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গন কে। এই লক্সো প্রোগ্ৰাম টি প্রধানত হলো একটি মা হসপিটালে আসা থেকে বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চাটিকে সুস্থ সবল ভাবে ঘরে নিয়ে যাওয়া অব্দি যে ধাপ গুলো রয়েছে department of health and family welfare কিছু ধাপ প্যারামিটার তৈরি করেদেন যাতে বাচ্চা টি সুস্থ সবল নিরাপদ ভাবে জন্ম গ্ৰহন করা থেকে নিজের ঘর অব্দি পৌঁছায়। এই প্যারামিটার গুলিতে পশ্চিম বাংলার সব থেকে ভালো ভাবে নিজের প্রমান করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *