পরকীয়ায় প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত পার এক বিএসএফ জাওয়ানের, ভারতে ফেরাল বিজিবি !
পরকীয়ায় তাড়া খেয়ে প্রেমিক পারকরল কাঁটাতার। প্রেমে হাবুডুবু এক বিএসএফ জাওয়ান গোপনে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত পেড়িয়ে সোজা ঢুকে পড়েন বাংলাদেশে। সেখানে বাংলাদেশের মানুষ আবার তাঁকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। কুড়িগ্রাম ২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন জানান, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য ওই বিএসএফ সদস্য দুঃখ প্রকাশ করেন।
ওই রাতেই বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়। আর তার মাধ্যমেই রাত সাড়ে বারোটা নাগাদ বিএসএফের হাতে সোনু কুমার জেটপকে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে ওই বিএসএফ সদস্যের নাম সোনু কুমার জেটপ (৩০)। সোনু কুমার ভারতের বিষখাওয়া ৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্য। ক্যাম্পের পাশের গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান সোনু। আর সেকথা টের পেয়ে যায় প্রেমিকার স্বামী। তাতেই ঘটে বিপত্তি।