বিউরো ঃ- নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে আটক বাজি ব্যবসায়ীসহ বেশ অনেকগুলি শব্দ বাজি। হাইকোর্টের নির্দেশ অনুসারে নিষিদ্ধ শব্দ বাজি, উৎসবের আমেজ একটু হলেও ফিকে হয়েছে ভারতবাসীর। তবুও সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা হলেও স্বস্তি। ব্যবহার করা যাবে পরিবেশবান্ধব বাজি। তবুও কোথাও একটা মেনে নেওয়া যাচ্ছে না শব্দবাজির অভাব । অন্য বছরের বুড়িমার চকলেট বোম , আতশবাজি, ফটকা এই সমস্ত বাজে দিয়েই মাতোয়ারা থাকতো আট থেকে আশি প্রায় প্রত্যেকেই । তবে এইসব বাজিতে নিষিদ্ধ জ্ঞাপন করায় সেই সুযোগ আর নেই । তারা কাটি , রং মশাল ইত্যাদি দিয়েই চলবে বাজি পোড়ানো। বড়োসড়ো চিন্তার ভাঁজ পড়েছে বাজি ব্যবসায়ীদের কপালে। এই পুজোতে বাজির ব্যবসা চলে রমরমিয়ে। বাজি নিষিদ্ধের প্রভাব পরেছে ব্যবসায়ীদের রোজগারে । তবুও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন বাজারে চলছে বেচাকেনা । খবর পেয়ে ৩ রা নভেম্বর মঙ্গলবার কুয়েমুড়ি লক্ষীপুর বাজার সহ বেশ কিছু জায়গা থেকে অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার করে পাথর প্রতিমা থানার পুলিশ ।
