দেশের খবর

নরেন্দ্র মোদির বিশেষ কুইজে অনুষ্ঠানে অংশ নিলে জিততে পারেন ৫০০০০ টাকা !!

বিউরো ঃ- ৭ অক্টোবর প্রশাসক হিসেবে ২০ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন তিনি। এই ২০ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে MyGovIndia আয়োজন করেছিল ‘সেবা সমর্পণ কুইজ’ প্রতিযোগিতার।

পিএমও অফিসের পক্ষ থেকে ট্যুইট করে সকলকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোদির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগ, সাফল্য এবং কর্মসূচি সম্পর্কে আমরা কতটা জানি তা জানার জন্যই এই কুইজের আয়োজন করা হয়েছে।

https://quiz.mygov.in/quiz/seva-aur-samarpan/

‘পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করা’, ‘সামাজিক ক্ষমতায়ন’, ‘যুব শক্তি’, ‘স্বচ্ছ ভারত’, ‘নারী শক্তি’, ‘আর্থিক অন্তর্ভুক্তি’, ‘গ্রামীণ বিকাশ’, ‘ কানেকটিং ইন্ডিয়া ‘,’ রিফর্ম টু ট্রান্সফর্ম ‘,’ অষ্টলক্ষ্মী নর্থ ইস্ট ‘,’ পাওয়ার ফর অল ‘,’ ইন্ডিয়া ফার্স্ট ফরেন পলিসি ‘,’ স্বাস্থ্য ভারত ‘,’ ডিজিটাল ইন্ডিয়া ‘,’ আত্মনির্ভর ভারত ‘,’ এক ভারত শ্রেষ্ঠ ভারত ‘,’ কৃষকদের ক্ষমতায়ন ‘,’ হর ঘর নাল হর ঘর জল ‘এবং’ সেবা সমর্পণ ‘  সহ মোট ২১টি কুইজ আছে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় অংশ নিলে তিনশ সেকেন্ডের মধ্যে আপনাকে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন একটি করে কুইজের আয়োজন করা হয়েছে। সেবা সমর্পণ কুইজ’ সিরিজের  একটি অংশ ছিল এটি। সবথেকে বেশি কুইজে অংশ নিয়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে বাম্পার প্রাইজ। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা।

তাহলে আর দেরি কিসের। এখনই অংশ নিন এই প্রতিযোগিতায় আর ৫০ হাজার টাকা জেতার সুযোগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *