নতুন বছরে আবার নতুন করে রাজনীতি শুরু হবে, বছরের শেষে এই কটা দিন কোন রাজনীতি নয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। বছরের শেষ কটাদিন ফুটবল খেলার মধ্যে আনন্দে দিন কাটাবে সারা বছর ধরে রাজনীতি হয় ডায়মন্ড হারবার এস ডি মাঠে এম পি কাপ ফুটবল খেলা উদ্বোধনে এসে এমনটাই বললে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ১২৮ দল নিয়ে শনিবার শুরু হলো এম পি কাপ ডায়মন্ড হারবার এস ডি ও মাঠে। প্রথম ডায়মন্ড হারবার ও বজবজ দল খেলায় অংশগ্রহণ করেন। ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল খেলা চলবে ৩০ শে ডিসেম্বর ফাইনাল ফেলা হবে বজবজ বাটা মাঠে। ২০২২ ডায়মন্ড হারবার এম পি কাপ ফুটবল ঘিরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মধ্যে উৎসবের আকার নেয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবলে কিক করে খেলা শুরু করেন। খেলা শুরু আগে বক্তব্য রাখেন উপস্থিত সাংসদ ও বিধায়করা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে মাধ্যমে বলেন রাজনীতি সারা বছর ধরে হয় এই কটাদিন ফুটবল খেলার মধ্যমে বছর শেষ হবে। নতুন বছরে আবার নতুন করে রাজনীতি শুরু হবে। এই কটাদিন রাজনীতি না করার বার্তা দিলেন দলের কর্মীদের।