ওমিক্রনের আতঙ্ক এখনও কাটেনি। ওমিক্রন নিয়ে ভয় আছে নাকি নেই— সেটিও পরিষ্কার নয়। তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর নতু রূপটির সংক্রমণ।
ওমিক্রনের পুরনো রূপটি নিয়েই এখনও ভয় কাটেনি। ওমিক্রন করোনার অন্য রূপগুলি থেকে কতটা আলাদা, সেটিও এখনও পরিষ্কার করে বোঝা যায়নি। তার মধ্যেই ওমিক্রনের নতুন রূপটি প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ছে। হালে সোশ্যাল মিডিয়ায় অতিমারি বিশেষজ্ঞ এরিক ফিগ-ডিং একটি পরিসংখ্যান দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, করোনার আগের রূপ ডেল্টাকে সরিয়ে কীভাবে ওমিক্রন করোনার সবচেয়ে বড় রূপ হিসাবে জায়গা করে নিল। এবার দেখা যাচ্ছে, সেই ওমিক্রনকেও পিছনে ফেলে দিতে পারে ওমিক্রনের নতুন রূপ। পরিস্থিতি এমন দিকেই এগিয়ে চলেছে।
টুইটারে একটি গ্রাফ পোস্ট করেছেন এরিক। তাঁর দেওয়া গ্রাফ থেকে দেখা যাচ্ছে, গত তিন সপ্তাহে তিন গুণেরও বেশি বেড়ে গিয়েছে ওমিক্রন ২.০। ওমিক্রনের পুরনো রূপটিকে পিছনে ফেলে এটি খুব দ্রুতই করোনার প্রধান রূপের জায়গা দখল করে নেবে বলে মনে করেন অনেকে। অনেকেই বলেছিলেন, এর পরে করোনার যে রূপটি আসবে, সেটি ওমিক্রনের চেয়ে বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। এই ওমিক্রন ২.০-ই কি সেই রূপ? নাকি এটি ওমিক্রনের মতোই বিশেষ জটিলতার সৃষ্টি করবে না? এমন প্রশ্ন অনেকেই করছেন। কিন্তু এর উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। তবে ওমিক্রনের নতুন রূপটি যে সমস্যা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা।