টাকা চেয়ে এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে। ধৃতের নাম সনাতন প্রামাণিক। ডায়মন্ডহারবারের এসডিপিও মিঠুনকুমার দে জানান, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সনাতনও মাছ ব্যবসায়ী। দেবীপুর বাজার থেকেই তাকে গ্রেফতার করা হয়।
কিছুদিন আগেই ফলতার এক ইঞ্জিনিয়র ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও সনাতন জড়িত বলে অভিযোগ উঠেছিল। ওই পঞ্চায়েত প্রধান স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অনুগামী বলে জানা গেছে। টাকা চেয়ে এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েই বুধবার সকালে ডায়মন্ডহারবারের এসডিপিও মিঠুনকুমার দে বিশাল বাহিনী নিয়ে তার বাড়িতে যান। বাড়ি থেকেই গ্রেফতার করা হয় পঞ্চায়েতের প্রধান সনাতনকে। নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার থানায়।
এসডিপিও বলেন, “কিছুদিন ধরেই টাকা চেয়ে এক ব্যবসায়ীকে সে হুমকি দিচ্ছিল বলে আমরা অভিযোগ পাচ্ছিলাম। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।” পঞ্চায়েত প্রধান গ্রেফতারের পরেই অবশ্য দায় ঝেড়ে ফেলেছে তৃণমূল। ফলতার তৃণমূল যুব সভাপতি জাহাঙ্গির খান বলেন, “দেবীপুর পঞ্চায়েতের প্রধানের পদ থেকে সনাতনকে অপসারণ করা হয়েছে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে কেউ অন্যায় করলে আইন তাকে ছাড়বে না। তৃণমূল কংগ্রেস অন্যায়কে প্রশ্রয় দেয় না।”