তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-আরো একবার সততার নজির গড়লেন দরিদ্র অটোচালক। অটোয় ফেলে যাওয়া যাত্রী নগদ দু’লক্ষ টাকা ও ল্যাপটপসহ ব্যাগটি ফেরত দিলেন থানায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানা এলাকায়। মঙ্গলবার রাত তখন সাড়ে আটটা, স্ত্রীকে নিয়ে অটোতে করে বাড়ি ফিরছিলেন মহেশতলার নুঙ্গির পারবাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। বজ বজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে আসছিলেন তিনি। সুরজিৎ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তার সঙ্গে অফিসের ব্যাগ টিও ছিল। ব্যাগে ছিলো নগদ দু’লক্ষ টাকা ল্যাপটপ ও দরকারি কিছু কাগজপত্র। গন্তব্যে নামার সময় ব্যাগ টি ভুল করে অটো থেকে ফেলে রেখে যান তিনি। বাড়িতে এসে ব্যাগের কথা খেয়াল হয় তার। সঙ্গে সঙ্গে এই বিষয়টি জানান বজ বজ পুলিশ ফাঁড়ি ও মহেশতলা থানার পুলিশকে। পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। কিন্তু কোনোভাবেই অটোটি কে চিহ্নিত করা যায়নি। এদিকে রাতে বাড়ি ফিরতেই অটোচালক শেখ রবিয়াল দেখেন, শিটে একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগটিকে তিনি বাড়িতে নিয়ে এসে রাখেন। বুধবার সকাল হতেই ব্যাগটি নিয়ে সোজা চলে আসেন মহেশতলা থানা। ঘটনার কথা খুলে বলেন পুলিশকে। হারানো ব্যাগের মালিককে থানায় ডেকে পাঠিয়ে সেই ব্যাগ পুলিশ তুলে দেয় তার হাতে। অটোচালকের সততায় মুগ্ধ সকলেই। সততার নজির গড়ায় পুলিশের পক্ষ থেকে ওই অটোচালককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। খুশি সুরজিৎ বাবু ও।অটোচালককে তিনি ৫,০০০ টাকা আর্থিক পুরস্কার দেন। ব্যাগের মালিক জানান ব্যক্তি ফিরে স্বস্তির শ্বাস নিয়েছেন। অন্যদিকে শেখ রবিয়াল জানান, “যে জিনিস আমার নয় তা আমি নেব কেন? যার জিনিস তাকে কিভাবে ফেরত দেবো ভাবছিলাম তাই সকাল হতেই থানায় এসে জমা দিয়েছি “।
