বিনোদন

দাদাগিরিতে সৌরভের কথায় ফাঁস হলো সুদীপার গোপন রহস্য! মেসির সঙ্গে বিয়েই হয়ে গিয়েছিল সুদীপার,

বিউরো ঃ- সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন হাত বাড়ালেই বন্ধু। গেম শো নিয়ে সবার প্রিয় দাদা চলে এসেছেন টিভির পরদায়। আর সেখানে খেলতে আমজনতার সঙ্গে ভিড় জমাচ্ছেন তারকারাও। সম্প্রতি দাদাগিরি-র সেটে হাজির ছিলেন অভিনেত্রী ও ‘রান্নাঘর’র সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।

আর তখনই জানা গেল, মেসির বড় ফ্যান সুদীপা।

আর সৌরভের কথা একবাক্য মেনে নিয়ে সুদীপা জানালেন, মেসি তাঁর স্বপ্নে ধরা দেন প্রায়ই। এমনকী কিছুদিন আগে বিয়েটাও করেছেন। সুদীপার কথায়, ‘এই তো সেদিন আমার স্বপ্নে এসেছিল। আমরা বিয়েটাও করলাম। মানে এসে তো আমাকে হাতে-পায়ে ধরে বলছে বিয়ে করতেই হবে। এত নাছোড়বান্দা। আমি আবার বললাম অগ্নি (সুদীপার স্বামী)র না প্যারিসটা ঠিক পছন্দ না। আর তা শুনে বলল, ওকে আমরা রোমে শিফট করে দেব!’

যাতে অবাক হয়ে সৌরভের জিজ্ঞাসা, ‘এত কিছু স্বপ্নে চলছিল?’ আর সুদীপার তাত্‍ক্ষণিক উত্তর, ‘হ্যাঁ তো! সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর যা দুঃখ পেয়েছিলাম না, তা কোনওদিন পাইনি।’

যা শুনে উপস্থিত সকলেই হাসি ধরে রাখতে পারেননি। সুদীপার সঙ্গে উপস্থিত ছিলেন অম্বরীশ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়রা। সকলেই হাততালি দিয়ে ওঠেন। সঙ্গে সুদীপা সৌরভকে জানান, ছোটবেলায় তাঁর মনে আছে প্রতিদিন ‘দাদা’র খেলা থাকলেই ঠনঠনিয়া কালীবাড়িতে যেতেন পুজো দিতে। সেখানে আরও অনেকেই আসত। বাঙালির ‘ইজ্জত’ দাদা। এমনকী, সোরভও জানান, তাঁর প্রতিটা খেলার দিন সকালে তাঁর মা-বাবা যেতেন তারকেশ্বরে পুজো দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *