অনুশ্রী ভান্ডারী ঃ- দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত ফলতার দেবীপুর কালীতলা এলাকায় কঙ্কাল উদ্ধার কাণ্ড নিয়ে গ্রামবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল ফলতার দেবীপুর কালীতলা এলাকার একটি মাঠ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার হয়।স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে সিআইডি দিয়ে কঙ্কালের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। কঙ্কালটির পরিচয় জানতে সুপার ইম্পোজ এর মাধ্যমে একটি কাল্পনিক অবয়ব তৈরি করে খোঁজ চলবে। গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে ওই এলাকার স্থানীয় এক যুবক জনৈক অভিজিৎ মন্ডল বেশ কিছুদিন নিখোঁজ আছেন। গ্রামবাসীর অনুমান, ওই কঙ্কালটি অভিজিৎ মন্ডলের হতে পারে। এই কঙ্কালটি ওই নিখোঁজ যুবকের কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
