নাজির সেখ, ডেস্ক:- সিপাহীজলার ধনপুরে সিপিআই(এম)-এর সাথে বিজেপির সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বুধবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সিপিআই(এম) কার্যালয়ে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। আগরতলায় সিপিআই(এম) রাজ্য কার্যালয় সহ ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। প্রতিবাদী কলম নামে একটি দৈনিকের অফিসেও তান্ডব চালায় দুষ্কৃতীরা। সাংবাদিকদের মোটরবাইক সহ পত্রিকার সম্পাদকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় ৩ জন সাংবাদিক আহত হয়েছেন যাদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি।সিপিআই(এম)-এর মুখপত্র ডেইলি দেশের কথার দপ্তরেও হানা দেয় দুষ্কৃতীরা। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী দশরথ দেবের মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতীরা।

এই ঘটনার প্রতিবাদে ডায়মন্ড হারবার সিপিআই(এম) ১ নং এরিয়া কমিটির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল করে বামেরা। বামেদের সরাসরি উক্তি সাফল্য পাওয়ার জন্য শাসকদল অনেক অত্যাচার নামিয়ে এনেছে তাদের ওপর, কিন্তু এইভাবে বামেদের আটকানো যাবেনা, পাল্টা দিতে তারাও প্রস্তুত।
যদিও এই নিয়ে বিজেপির ত্রিপুরা রাজ্যের সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, সিপিএম বিজেপির রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করে মানুষের মনে আবার জায়গা করে নিতে চাইছে ৷ সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করতে চাইছে ৷ কিন্তু বিজেপি তা কখনওই হতে দেবে না৷ অন্যদিকে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার জানান, তাঁদের দলকে এভাবে আটকানো যাবে না ৷ সাফল্য পাওয়ার জন্য শাসকদল অনেক চেষ্টা করছে ৷ কিন্তু সাফল্য পাবে না ৷