রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রচার করে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে ৪০০ লোকশিল্পীদের উপস্থিতে অনুষ্ঠিত হলো লোকশিল্পী কর্মশালা।
২০১১ সাল রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হওয়ার পর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প চালু করে। স্বাস্থ্য সাথী , খাদ্য সাথী , কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীভান্ডার, কৃষক বন্ধু সহ একাধিক সরকারি প্রকল্প চালু করে রাজ্যের সাধারণ মানুষের জন্য। এই প্রকল্প গুলি সহজে মানুষের কাছে পৌঁছাতে ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার ক্যাম্প চালু করে ওই ক্যাম্পের মাধ্যমে যাতে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সহজে মানুষের কাছে পৌঁছায় সেজন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় এই ক্যাম্প হয়। লোকশিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প গুলো প্রচার করা।
জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক অন্যন্যা মজুমদার জানান , তথ্য সাংস্কৃতিক দপ্তরের লোকপ্রসার একটা প্রকল্প এই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বা পৌঁছে দিতে লোকপ্রসার প্রকল্পের লোক শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করা। যেমন রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প প্রচার করতে লোকপ্রসার প্রকল্প থেকে লোকশিল্পীদের নিয়ে প্রচার করা হয়। আজ ৪০০ লোকশিল্পীদের এই কর্মশালার উদ্দ্যেশ্য হলো লোকশিল্পীরা জানেন রাজ্য সরকারের প্রকল্প গুলো তবুও এক ছাদের নিচে তাদের নিয়ে আলোচনার মাধ্যমে যাতে আরও সুন্দর করে পঞ্চায়েত ও শহরের বিভিন্ন এলাকায় মানুষের কাছে লোকশিল্পীদের নিয়ে প্রচার করা যায় তারজন্য আজ এই লোকশিল্পী কর্মশালা অনুষ্ঠান।