পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আর তার আগেই নিষিদ্ধ পল্লীর শতাধিক নারী ও শিশুদের হাতে পুজোর উপহার স্বরুপ নতুন শাড়ি ও পোষাক তুলে দেওয়া হলো ডায়মন্ড হারবার প্রেস কর্নারে পক্ষ থেকে।
ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে ও লিটল গিফট ফাউন্ডেশনের সহোযোগিতায় ডায়মন্ড হারবার পুরসভার নিষিদ্ধ পল্লী এলাকার মহিলা ও শিশুদের হাতে বস্ত্র তুলে দেন প্রেস কর্নারে সম্পাদক নকিব উদ্দিন গাজী, সহ- সভাপতি চিররঞ্জন হালদার, লিটল গিফট ফাউন্ডেশনের কর্মকর্তা প্রবীর কর্মকার সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রনব দাস। ডায়মন্ড হারবার প্রেস কর্নারে পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর পুজোর আগেই অসহায় শিশুদের বস্ত্র উপহার দেওয়া হয়। সেমত এবছরও স্বেচ্ছাসেবী সংস্থা লিটল গিফট ফাউন্ডেশনের সহোযোগিতায় শতাধিক নিষিদ্ধ পল্লীর নারী ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি নিষিদ্ধ পল্লীর অসহায় নারী ও শিশুরা।