১৩ অক্টোবর ২০২২, ডায়মন্ড হারবার: আজ ইউনিসেফ এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে মিডিয়া/গণ মাধ্যম গুলির জন্য অ্যাডভোকেসি ওয়ার্কশপ আয়োজন করা হয় ডায়মন্ড হারবার প্রেস কর্ণার এ। উক্ত অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ দের সমারোহ লক্ষ্য করা যায়।জলাউদ্দিন আহমেদ সেক্রেটারি, আমানত ফাউন্ডেশন ট্রাস্ট অনুষ্ঠানের সূচনা করেন । মোঃ শাহ আলম,ডিরেক্টর আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ইউনিসেফ এর উদ্যোগে ফাইথ ফর লাইফ নামক প্রকল্প টি চলছে ২৩ টি জেলা সেই বিষয় নিয়ে আলোচনা করেন। এই প্রকল্প অনুযায়ী স্বাস্থ্য,পুষ্টি, শিশু সুরক্ষা, ওয়াশ, শিক্ষা, দুর্যোগ বিষয়ে মোকাবেলা বিষয়ে মিডিয়া ব্যক্তি বর্গ কে সচেতন করা এবং বিষয় গুলি নিয়ে মিডিয়া তে প্রকাশনা বিষয়ে অনুরোধ জানানো হয়।
ইউনিসেফ এর কমিউনিকেশন স্পেশালিস্ট শ্রীমতী সুচরিতা বর্ধন ধর্মীয় নেতাদের এই প্রকল্পে bhumika তথা মিডিয়া গুলির মাধ্যমে বিষয় ভিত্তিক প্রতিবেদন দেওয়ার কথা তুলে ধরেন।তিনি আরও বলেন গণ মাধ্যম গুলোর সামজিক দায়িত্ত্ব বোধ থেকে বিভিন্ন সময় নিয়মিত প্রকাশনা জনগণের মধ্যে স্বাস্হ্য,পুষ্টি, শিশু সুরক্ষা, ওয়াশ, শিক্ষা এবং বিপর্যয় মোকাবিলা আত্যস্থ্য হবে এবং ব্যাবহারিক ও আচরণ গত পরিবর্তন আনতে সক্ষম হবে।
প্রেস কর্ণার এর সম্পাদক নাকিবুদ্দিন গাজী মহাশয় সামাজিক উন্নতি কল্পে গণ মাধ্যম গুলির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব্ রঞ্জন লাই, সহ প্রকল্প সঞ্চালক, উজ্জ্বল মাইতী,জেলা সঞ্চালক এবং সহদ হোসেন সিদ্দিকী,কলকাতা জেলা সঞ্চালক ।