ইউনেস্কো থেকে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর অন্যান্য বছরের তুলনায় এ বছর পুজোর টান মানুষের মধ্যেও অনেক বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বছরের পুজোর মাহাত্ম্য বোঝাতে একমাস আগে থেকেই উদ্বোধন করে দেন সুন্দর সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে। তাই মহালায়া কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন শুরু হয়ে যায়। ডায়মন্ড হারবারের দু নম্বর ব্লকের মাথুর অঞ্চলে বিভিন্ন পূজা কমিটির পুজো উদ্বোধন করেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষা অঞ্চলের শামীম আহমেদ। বিভিন্ন পূজা কমিটিতে পূজা উদ্বোধনের পাশাপাশি গরীব ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের পূজা মন্ডপ গুলির উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, ডায়মন্ড হারবার সরিষা অঞ্চলের শামীম আহমেদ সহ আরো অনেকে।
