নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র। প্রতিটি ওয়ার্ডের প্রায় ৫০০টি দুঃস্থ পরিবার গুলোর হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতের হাত থেকে এই দুঃস্থ পরিবার গুলো বাঁচাতে এই বস্ত্র বিতরণ করা হলো বলে জানান ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার। ডায়মন্ড হারবার পৌর এলাকায় বর্তমানে অনেক দুঃস্থ পরিবার আছে যাদের দুইবেলা ঠিক মতন খাবার যোগাড় করতে হিমশিম খেয়ে হয়, সেক্ষেত্রে তাদের একটা শীতবস্ত্র যোগাড় করা খুবই কঠিন, তাদের হাতে একটা শীতবস্ত্র তুলেদিয়ে কিছুটা কষ্ট লাঘব করার চেষ্টা করছে বলে জানান ডায়মন্ড হারবার পৌরসভার ভায়েস চেয়ারম্যান রাজশ্রী দাস মহাশয়।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার ও যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার পৌরসভার পৌরপ্রধান প্রণব দাস সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ।