মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “খেলা হবে দিবস” পালিত হলো ডায়মন্ড হারবার নেতাজি স্টেডিয়ামে। ভোটের আগে একটি শ্লোগান ছিল “খেলা হবে”। সেই স্লোগানকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী 16 ই আগস্ট কে “খেলা হবে দিবস” হিসাবে ঘোষণা করেন। তাই আজ ডায়মন হারবার নেতাজি স্টেডিয়ামে পালিত হল “খেলা হবে দিবস”। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ডহারবার আরক্ষা আধিকারিক মিতুন কুমার দে, ডায়মন্ড হারবার থানার আইসি গৌতম মিত্র, ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার, 1 নম্বর ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলে কিক মেরে খেলা হবে দিবস উদ্বোধন করে।
