আজ সারদা মা’য়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে “জয়হিন্দ পাঠশালা ফাউন্ডেশনে”র উদ্যোগে ও সহায়তায়, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের সহযোগিতায় এবং “সেন্টার ফর ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেসে”র পরিচালনায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের থ্যালাসেমিয়া ওয়ার্ডে ভর্তি শিশুদের হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হাসপাতালের ডেপুটি সুপার শ্রী সুপ্রিম সাহা বলেন” CIDP সংস্থা কে ধন্যবাদ এই রকম একটা মানবিক কর্মসূচি নেওয়ার জন্য, এবং অনুরোধ করবো শুধু কিছু বিশেষ দিন নয় সারা বছর যেন এই সংস্থা থ্যালাসেমিয়া নিয়ে প্রচার ও প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করে। জয়হিন্দ পাঠশালা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী অনল মিত্র মহাশয় বলেন আমরা সারা বছর CIDP’র সাথে শিশু শিক্ষা, শিশুর অধিকার এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকি, এদিনের কাজ টা তারি অংশ বিশেষ।
তাছাড়া এই দিনটা সারদা মা’য়ের ১৭০তম জন্মতিথি। এদিনের কর্মসূচি তে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন CIDP’র সাধারণ সম্পাদক শ্রী শুভেন্দু বোস।
সমাজসেবী মোবাস্সার হোসেন শাহ, শ্রী মলয় পাল,সোমনাথ ব্যানার্জি, রাকেশ হালদার, সাম্য দত্ত,শিক্ষিকা সুতপা মন্ডল,সাংবাদিক শ্রী শুভেন্দু ঘোষ ও কাজল পুরকাইত।