ডায়মনহারবার প্রেস কর্নারের উদ্যোগে পালিত হল রক্তদান শিবির।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের প্রয়োজন রক্ত। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে রয়েছে দেড়শোর অধিক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। তাদের প্রতি মুহূর্তে দরকার রক্তের। চারিদিকে রক্তের সংকট মেটাতে এবং মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ডায়মন্ড হারবার প্রেস কর্নার। মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে ডায়মন্ড হারবার ও সুন্দরবন অঞ্চলের মহল সাংবাদিক মহল ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ডায়মন্ড হারবার প্রেস কর্নার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে রাষ্ট্রমন্ত্রী দীলিপ মন্ডল , ডায়মন্ড হারবারের বিধায়ক বিধায়ক পান্নালাল হালদার , ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ড: সুপ্রিম সাহা , দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ সহ বিশিষ্ট অতিথিবর্গ।
তবে শুধুই রক্তদান শিবিরে রক্তদান নয় , মরনোত্তর দেহ দানের ব্যপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন অনেকেই। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্ত দান করেন। বেশ কয়েকজন সাংবাদিক ও মরণোত্তর দেহদানের বিষয় অঙ্গীকারবদ্ধ হয়েছেন।