দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার জেলা পুলিশের কার্যালয় পরিচালিত হতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পৈলান এস পি অফিস থেকে। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের দাবি মেনে নতুন জেলা পুলিশের ভবন তৈরি করে আজ তার শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এম পি শ্রী অভিষেক ব্যানার্জী এবং নতুন এস পি শ্রী ধীতৃমান সরকার আই পি এস এ ডি জি এবং ডি আই জি এবং এ এস পি রা এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশের বিভিন্ন সাবডিভিশনের এস ডি পি ও রা। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শ্যামল মন্ডল ও শ্রী অশোক দেব এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পূর্বে র বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ছাড়া জেলা পরিষদের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় উপস্থিত হয়ে জেলা পুলিশের উদ্দেশ্যে বলেন পুলিশ হল জনগণের বন্ধু তাই জনগণের কাজের মধ্যে দিয়ে তাদের সুনাম অর্জন করতে হবে। আগামী দিনে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন দেশের কাছে আদর্শ হয়ে উঠবে এই কামনা করেন। জাতি ধর্ম ও রাজনৈতিক উদ্ধে গিয়ে কাজ করতে হবে পুলিশ প্রশাসন কে। তাই আগামী দিনে ডায়মন্ডহারবার জেলা পুলিশের সাফল্য কামনা করেন।।
