উত্তরদিজপুরের কানাইয়াবাড়ির মারিয়া গ্রামের বাসিন্দা টেরেসা হাঁসদা দ্বিতীয় সন্তানের জন্ম দিল ট্রেনের কামরায়। এদিন নির্দিষ্ট গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছিল আপ তিরুবনন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেস।সেই সময় ট্রেনে টেরেসার প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াতেই রেলের চিকিৎসক ও নার্সদের সহাতায় ট্রেনেই পুত্র সন্তানের জন্ম দেন টেরেসা হাঁসদা নামে ওই মহিলা।
পেশায় শ্রমিক টেরেসা হাঁসদার স্বামী রুবিন মাণ্ডি জানান,শ্রমিকের কাজের জন্যই মাস ছ’য়েক আগে তিনি স্ত্রী টেরেসা এবং এক শিশু পুত্রকে সঙ্গে নিয়ে কেরলে যান। ট্রেনে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার কিশনগঞ্জ স্টেশনে নামার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগে ট্রেনের মধ্যে স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়।সেই খবর রেল কর্তৃপক্ষর কাছে পৌঁছাতেই তারা ব্যবস্থা নেয়। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন,ওই মহিলার যাতে সন্তান প্রসবে কোনও সমস্যা না হয়,সে বিষয়ে রেলের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।