তনুশ্রী ভাণ্ডারী : করোনা মোকাবিলায় স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে রেপিড টেস্টএর নির্দেশ দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে উদগ্রীব সকল স্তরের নেতা নেত্রীরা। প্রতিটি ব্লকের বভিন্ন স্বাস্থ্য কেন্দ্র গুলির পাশাপাশি অস্থায়ী কেম্প করেও এই রেপিড টেস্টিং এর ব্যাবস্থা করা হয়। টেস্টিং ঠিক ঠাক ভাবে করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পর্যবেক্ষণ করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার SP অভিজিৎ ব্যানার্জী, Add.SP জোনাল, SDO শ্রী সুকান্ত সাহা।
