বিনোদন প্রযুক্তি ফ্যাশন

টিকটকে চালু হলো ইউথ মোড, নির্ধারিত সময়সীমা 40 মিনিট……

বিউরোঃ- শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক তাদের ব্যবহারকারীদের জন্য নতুন এক নিয়ম চালু করেছে। টিকটকের চীনা ভার্সন ‘দৌইন’ অ্যাপে ‘ইয়ুথ মোড’ নামে চালু করা নতুন এই নিয়ম চীনের শিশুদের অনলাইনে নেতিবাচক কন্টেন্ট থেকে দূরে রাখার লক্ষে চালু করা হয়েছে।

নতুন এ নিয়মে দিনে ৪০ মিনিট ব্যবহারের সময়সীমা নির্ধারিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

ইয়ুথ মোড চালু হওয়ার অর্থ হল- সেই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর প্রবেশাধিকার সীমিত করে দেওয়া। পাশাপাশি, অনলাইনে লেনদেন ও কাছাকাছি থাকা বন্ধুদের খোঁজার ফিচার দুটি বন্ধ থাকে ওই মোডে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টিকটকের চীনা সংস্করণ ‘দৌইন’ এ চালু করা এই ইয়ুথ মোডে ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য এই সময় বেধে দেওয়া হয়েছে।

ভোর ৬টা থেকে রাত ১০টার মধ্যে কেবল ৪০ মিনিটের জন্য ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবে। এদিকে শিশুদের অনলাইনে নেতিবাচক কন্টেন্ট থেকে রক্ষা করতে এখন পর্যন্ত এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *