জিও-র কম খরচে সেরা দুটি প্ল্যান, এবার ২ বছরের জন্য রিচার্জ থেকে মুক্তি
ভারতীয় টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও তার সস্তা প্রিপেইড প্ল্যান দিয়ে বাজার মাতিয়ে রেখেছে। জিও তার গ্রাহকরদের কিছু সেরা প্ল্যান অফার করছে যা Jiophone ইউজারদের জন্য একদম বেস্ট। এই প্ল্যানে ইউজারদের বার বার ফোন রিচার্জ থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা এই খরবে আপনাদের JioPhone এর 1499 টাকা এবং 1999 টাকার 4G ফিচার ফোন প্ল্যানের সুবিধা সম্পর্কে বলবো।
জিওফোন 1999 টাকার প্ল্যানের বেনিফিট
মাত্র 1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন। তার সঙ্গেই আবার 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিসও পেয়ে যাবেন তারা। সেই অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। কোম্পানি দাবি করছে, এই প্ল্যান একবার রিচার্জ করালেই 2 বছর অবধি আর রিচার্জ করতে হবে না গ্রাহকদের।