বাস থেকে নেমে টোটোয় চেপে যাচ্ছিল একটি পরিবার। তাদের বাজারে ঢুকতে বাধা দিতেই তুলকালাম কাণ্ড নন্দীগ্রামে। সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করা হল প্রকাশ্য বাজারে।
রবিবার কলকাতা থেকে একটি পরিবার বাস থেকে নামে নন্দীগ্রামে। ওই পরিবারের একজনের মামার বাড়ি নন্দীগ্রামে। টোটো চড়ে তারা যাচ্ছিলেন থানার সামনে দিয়ে। ভেতরে বাজার বসার কারণে থানার সামনের রাস্তা বন্ধ ছিল। তাই টোটোটিকে আটকে দেন এক সিভিক ভলান্টিয়ার। এতেই তুলকালাম কাণ্ড বেধে যায়।
কেন ঢুকতে দেওয়া হবে না, এনিয়ে ওই পরিবারের সঙ্গে বচসা হয় পরিবারটির। টোটো থেকে নেমে এক ব্যক্তি হুমকি দেন, জানিস আমার মামার ছেলে পুলিস! কলার ধরে মারধর করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। এমনটাই অভিযোগ উঠছে।
ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে টোটো চালক ও সিভিক ভলান্টিয়ারকে মারধরকারী যুবককে। আরও অভিযোগ টোটো আরোহী মহিলারাও সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা করেন।