অনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-কৃষিকাজে জলের সমস্যা মেটাতে ক্ষুদ্রসেচ পরিকাঠামো উন্নয়ন এর উদ্যোগে হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কৃষি দপ্তর ‘বাংলা কৃষি যোজনা ‘নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। প্রাথমিকভাবে ১০ টি জেলাকে এই নতুন প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এই জেলাগুলি হল পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, ঝারগ্রাম ও বীরভূম। প্রকল্প চালু করার জন্য ইতিমধ্যেই দপ্তর ঋণ নেওয়ার অনুমতি পেয়েছে। প্রথম পর্যায়ে এই ১০ টি জেলার কিছু ব্লক বেছে নেওয়া হচ্ছে । এই কাজ করার জন্য। প্রতিটি ব্লক কে ১,০৩৬ হেক্টর জমিতে চাষ করার জন্য ক্ষুদ্রসেচ পরিকাঠামো উন্নতি করা হবে। ভূগর্ভস্থ জল থেকে স্প্রিংকলার এবং পাম্পের সাহায্যে সেচের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুকুর সংস্কার করে সেখানকার জল, চিহ্নিত কৃষিজমিতে দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ১০ জেলাশাসক কে জমি চিহ্নিত করার কাজ শুরু করতে বলা হচ্ছে। এই প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়িত করতে চাইছে কৃষি দপ্তর। যাতে আগামী খরিফ মরশুমে এই প্রকল্প কৃষকদের সহায়ক হয়ে উঠতে পারে।
