ডেস্ক বিউরো :- সময়টা 2007-2008, ময়নাগুড়ির বাসিন্দা হরি মণ্ডল ময়নাগুড়ি এলাকারয় তিনি বসবাস করতেন কিন্তু দিনদিন নদীর তীরবর্তী জায়গা জলের সঙ্গে লীন হয়ে যাওয়ায় তারপরই শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় জায়গা কেনেন তিনি, দীর্ঘ কয়েক বছর চাষ-বাস করার পর বর্তমানে এলাকার জমি মাফিয়ারা সেই জায়গাটি দখল করে নেয় এবং তাদের চাষবাস করতে বাধা দেওয়া হয়। আজ আবারো তারা সেই জায়গায় চাষ করবার জন্য যায়, কিন্তু তাদেরকে বেধড়ক মারধর করে সেখান থেকে ভাগিয়ে দেওয়া হয়। সঙ্গে উপস্থিত ছিল তার স্ত্রী সেই মহিলাকেও মারধর করে তারা। সেই ঘটনার প্রতিবাদ করার জন্য পোড়াঝাড় এলাকার বাসিন্দারা এগিয়ে যায় তাদেরকে মারধর করে জমি মাফিয়ারা। একজনের মাথা ফাটিয়ে দিয়েছে জমি মাফিয়ারা। তাদেরকে পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল সেনাবাহিনী মোতায়ন করা হয় এলাকায়। ইতিমধ্যে জমির মালিক নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশনের লিখিত অভিযোগ দায়ের করে। পোড়াঝাড় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নিরাঞ্জন সরকার জানান যে কাজটি তারা যা করেছেন সেটা ধিক্কার জনক হরি মণ্ডল এবং তার স্ত্রী আমার কাছে এসেছিল আমি পোড়াঝাড় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে বলছি আমি এর উপযুক্ত সুরাহা বের করব।
