জেলার খবর রাজ্যের খবর

জন্মাষ্টমীর উৎসব পালন হবে বেলুরমঠে কিন্তু ওই দিন ভক্তদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ।

বিউরো :- করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার, ৩০ শে অগাস্ট ২০২১, শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। ওইদিন মঠের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান তাদের রীতিনীতি অনুযায়ী পালিত হবে। তবে, ঐদিনের পূজানুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান ও বিকালে অনুষ্ঠিতব্য ধর্মসভার বক্তব্যসকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে | পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ|
প্রতিবারের মত মঠের ভিতরে এবারেও অত্যন্ত ভক্তি-শ্রদ্ধার সাথে পূজার্চনা হবে। কেবলমাত্র মঠের আবাসিক সন্ন্যাসীরাই সেখানে উপস্থিত থাকবেন। বেলুড় মঠের মন্দির ভিতরে এবং মঠ সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠনেও পুজো হবে বরাবরের মত।
যদিও বেলুরমঠের পুজো দেখা যাবে বেলুরমঠের ইউটিউব চ্যানেল।
প্রসঙ্গত কিছুদিন পূর্বেই বেলুরমঠ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন সব রকম করোনা বিধি মেনেই খোলা হচ্ছে মঠ। মঠে প্রবেশ করার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছিল। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮:০০ থেকে বেলা ১১ টা ও বিকাল ৪:০০ থেকে বিকাল ৫:৪৫ পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। সকোলে মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসতে ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ। মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খুলছে না এবং প্রসাদ ভোগের ব্যবস্থাও বন্ধ থাকছে বলেই জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে। বেলুড় মঠের অভ্যন্তরে প্রবেশের জন্য ভ্যাকসিনের দুটি ডোজ অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *