বীরপাড়া : বৃহসপতিবার সন্ধ্যা সাতটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ১০ বছরের এক বালকের। সম্পর্কে বরের ভাগ্নে হয় বলে জানা গিয়েছে।
আহত অবস্থায় বর সহ ৬ জন কে প্রথমে তাঁদের সকলকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁদের সকলকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থেকে বরযাত্রীর গাড়িটি মাদারিহাটের ১২ মাইল এলকায় কনের বিয়ে করতে যাচ্ছিল।
অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিরবিটি সেতু ও ডিমডিমা সেতুর মাঝামাঝি এলকায় বরের গাড়িটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। দুমরে মুছরে যায় গাড়িটি। ছাদনাতলার পরিবর্তে বর সৌমিক চক্রবর্তী এখন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া দুই পরিবারে।