জেলার খবর রাজ্যের খবর

চলন্ত ট্রেনে এক যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা।

বিউরোঃ চলন্ত ট্রেনে এক যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা দূষ্কৃতিদের, ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত যাত্রীর নাম মসিয়ার জামাদার বাড়ি নেতড়া পশ্চিম কামালপুর বলে জানা যায়। ঘটনাটি ঘটে আজ সকালে শিয়ালদহ ডায়মন্ড হারবার শাখার নেতড়া ও দেউলা রেল স্টেশনের মাঝে। আহত ওই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায় , মসিয়ার জামাদার নেতড়া পশ্চিম কামালপুর গ্রামের বাসিন্দা কলকাতায় পুরানো ফেরির ব্যাবসা করে। প্রতিদিনের মতো আজ সকালে ৫.৪০ নাগাদ নেতড়া স্টেশন থেকে ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের হয়, সকাল ৫.৪০ নাগাদ নেতড়া স্টেশন থেকে ট্রেনে ওঠে। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছু পর মসিয়ার জামাদারের উপর কয়েকজন দূষ্কৃতি হামলা চালাতে শুরু করে। দেউলা স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে দূস্কৃতিরা ট্রেন থেকে নেমে পালাতে চেষ্টা করে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে ইমরান লস্কর নামে এক দূষ্কৃতিকে তাকে উস্থি থানার পুলিশ, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্য দিকে গুরুত্বর আহত মসিয়ার জামাদারকে সংগ্রামপুর স্টেশনে নামিয়ে তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায় পরে বাড়ির লোকজন খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে আসে মসিয়ারকে রেফার করা হয় কলকাতায় এমনটাই জানা যায় পরিবার সূত্রে। আহতের পরিবার সূত্রে জানা যায়, মসিয়ার জামাদারের আসল বাড়ি সংগ্রামপুরের গড়িজেলা এলাকায় প্রায় ৮ বছর আগে নেতড়ায় পিসির বাড়িতে থাকতো এখান থেকে প্রতি কলকাতায় ব্যাবসা করতে যেতে প্রতিদিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হয় কলকাতায় যাওয়ার জন্য ট্রেনে উঠতে কয়েকজন দূষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনায় যুক্ত ইমরান লস্করকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জি আর পি ও উস্থি থানার পুলিশ। কী কারনে এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি ও উস্থি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *