নাজির সেখ, ডেস্ক:- গৃহ শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। নিহত গৃহ শিক্ষকের নাম ওয়াসিম আক্রাম সর্দার বাড়ি বাসুলডাঙ্গার ষাটমনিষায়।
নিহতের পরিবার সূত্রে জানান , মঙ্গলবার বিকালে রায়নগরে দুটি টিউশন ব্যাচ পড়িয়েছে রাত এগারোটা নাগাদ বাড়িতে ফোন করে জানায় বাড়ি চলে আসবে। ফোন করেও রাতে বাড়িতে ফিরে আসেনি ওয়াসিম আক্রাম , এদিন সকালে নিহতের মেজো দাদা মর্নিংওয়াকে যাওয়ার পথে রাস্তায় নিজের গাড়ি দেখতে পায় একটু আগে গিয়ে দেখেন ভাইয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে নিজে তুলে নিয়ে আসে পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। এটা কোন দূর্ঘটনা না কী খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।