অঞ্জন শুকুল, নদীয়া :- ছত্তিশগড়ের সুকমার সিআরপিএফ ক্যাম্পে ধুন্ধুমার কাণ্ড। এলোপাথাড়ি গুলি চালিয়ে সহকর্মীদের হত্যার অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে সহকর্মীর গুলিতে মৃত সিআরপিএফ-এর ১ জওয়ান শুকনা সিআরপিএফ ক্যাম্পে আজ সকালে নদীয়ার দেবগ্রামে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সহ গোটাএলাকাবাসী ২০১১ সালে রাজীব মন্ডল সিআরপিএফ এর চাকরি পাই রাজীব মন্ডল এর দুটি সন্তান রয়েছে কর্মরত অবস্থায় তাঁর সহকর্মী তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজিবের এই খবর সকালে আজ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙ্গে পড়ে খুবই দরিদ্র পরিবারের ছেলে বাবা মা ভাই রয়েছে স্ত্রীও দুটো কন্যা সন্তান তাদেরকে নিয়ে চলছিল সংসার।আচমকাই তাঁরা গুলির শব্দ শুনতে পান। দেখা যায়, এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। তাঁর গুলিতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৪ জওয়ানের। সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন এক বাঙালি জওয়ান। রাজীব মণ্ডল নামে ওই জওয়ানের বাড়ি নদিয়ায়। জখম হন আরও কয়েকজন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে ২ জনকে চিকিৎসার জন্য আকাশপথে পাঠানো হয়েছে রায়পুরে। এদিন এই খবর পাওয়া মাত্র রাজীব মণ্ডলের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
