তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ডায়মন্ড হারবার থানার অন্তর্গত, আগ্নেশ্বর পাতড়া গ্রাম পঞ্চায়েতের এক যুবক দেবু হালদার। যুবকের যৌনাঙ্গ ধারালো অস্ত্রের কোপে যুবককে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে সন্ধ্যার দিকে এলাকায় আক্রান্ত যুবক দেবু হালদার অভিযুক্ত এলাকার বাসিন্দা হিরে হালদার নামক যুবকের গালিগালাজের প্রতিবাদ করায় জামার ভিতরে লুকানো ধারালো অস্ত্র দিয়ে দেবু হালদারের যৌনাঙ্গে কোপ মারে অভিযুক্ত হিরে হালদার। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় যুবককে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা সূত্রে জানা গিয়েছে , এই মুহূর্তে আক্রান্ত যুবককে কলকাতার হসপিটালে রেফার করতে হবে, কারণ অনেকটাই ক্ষত হয়েছে, আক্রান্তের অবস্থা সঙ্কটজনক! অভিযুক্ত হিরে হালদার কে ডায়মন্ড হারবার থানা এরেস্ট করেছে বলে জানা যাচ্ছে।
