নাজির সেখ, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার ২নং ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ান তলায় পির উন্নয়ন কমিটির উদ্যোগে চলছে গাজী বাবার মেলা। হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মিলন স্থান এই মেলা। উক্ত মেলায় বিভিন্নদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় আপামর জনগনের মিলন মেলা বলে অবিহিত করেন ডায়মন্ড হারবার ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। উক্ত অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার উপোস্থিত হয়ে জানান এই মেলাকে আরো সৃবিদ্ধ করতে সম্পূর্ণ রুপে সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
আলোক সজ্জা, রকমারি মনোহারী দোকানে ভরা এই মেলা মোন কেড়েছে ছোট থেকে বড়ো সকলের। এই মেলা সকল ধর্মের সমন্নয়ে মিলিত এই মেলায় আপামর সকলকে আসার আহবান জানান।