Uncategorized জেলার খবর রাজ্যের খবর স্বাস্থ্য

গঙ্গাসাগরে পরিস্রুত পানীয় জল প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন । রাজ্যের মানুষকে পরিস্রুত পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।

বুধবার সাগরদ্বীপের গঙ্গাসাগরে এক অনুষ্ঠানে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর, চন্ডিপুর, নটেন্দ্রপুর ও নারায়নী আবাদ চারটি মৌজার মানুষের বাড়িতে বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলো । উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা । এই প্রকল্পে চারটি মৌজার প্রায় ৯ হাজার মানুষ উপকৃত হবেন । এই পানীয় জল প্রকল্পে ব্যয় হয়েছে ১ কোটি ১৪ লক্ষ টাকা ।

মন্ত্রী তাঁর ভাষণে বলেন, মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করতে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কাজ করছে । প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী থাকাকালীন তিনি চেষ্টা করেছেন গোটা সুন্দরবন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রতিটি গ্রামের মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পাইপ লাইনের মধ্যে পৌঁছে দেওয়ার । তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন -র কাজ দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছে । প্রসঙ্গত মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ২০১১ সালে এরাজ্যে ক্ষমতায় আসার পর যেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তার মধ্যে ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও বিশুদ্ধ পানীয় জল মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া । তিনি জানান, পরিস্রুত পানীয় জল মানুষের দুয়ারে পৌঁছে দিতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয় । কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থেকে পাইপলাইনের সাহায্যে পরিস্রুত পানীয় জল জেলার ৭টি বিধানসভা এলাকার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হলেও এখনও তা শেষ করা যায়নি । তিনি বলেন, উন্নয়নের কাজে প্রতিবন্ধকতা তৈরী হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ শেষ করা কঠিন হয়ে যায় ।

এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অপূর্বরঞ্জন গিরি, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শোভা দিন্দা, উপপ্রধান হরিপদ মন্ডল সহ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বাস্তুকাররা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *