তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-
খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ইটভাঁটার চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনা মালদার। দুই ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী। মৃত দুই ভাইয়ের নাম হৃত্বিক তাঁতি(৬) ও রোশন তাঁতি(৫)।
২ ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন।
বিহারের ভাগলপুরের বাসিন্দা তাঁরা।
জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। তাই সারাদিন খোঁজ পড়েনি ছেলেদের। কিন্তু সন্ধ্যে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের বাবা-মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত বলে জানান।
পরবর্তীতে তাদের দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।