তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ-বিশ্বের মধ্যে এই মুহুর্তে অন্যতম করোনা সংক্রামিত দেশ ভারত। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই ব্যাপক ভাবে ছড়িয়েছে সংক্রমন। পশ্চিমবঙ্গে প্রতিদিন লাফ দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সাথে বাড়ছে পজিটিভিটি রেট। কিন্তু করোনা কে ঠেকাবেন কিভাবে? চিকিত্সকরা বলছেন সামাজিক দূরত্ব আর মাস্ক!এই দুটো ছাড়া আর কোন উপায় নেই আপাতত।
কিন্তু কোন মাস্ক কতটা নিরাপত্তা দেয়? কোন মাস্ক পরবেন, কোনটা পরবেন না? একটা না দুটো, কটা মাস্ক পরলে আপনি সুরক্ষিত থাকবেন? প্রশ্ন অনেক, কিন্তু সঠিক উত্তর পাচ্ছেন না অনেকে। তাঁদের জন্যেই এই প্রতিবেদন।
চিকিত্সকরা বলছেন ভাল মানের মাস্কের উপর নির্ভর করবে একজন একটি নাকি দুটি মাস্ক পরবেন। তবে কাপড়ের মাস্ক একেবারেই চলবে না। সামান্য ধুলো কণাও ভাল ভাবে ঠেকাতে পারেনা কাপড়ের মাস্ক। সব থেকে ভাল এন৯৫ মাস্ক পরা। সার্জিক্যাল হলে দুটো মাস্ক পরা উচিত। দেখে নিন কোন মাস্ক করোনা ঠেকাতে কতটা কার্যকর।
কাপড়ের মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী কোন ক্ষমতাই নেই। কাপড়ের মাস্ক ভেদ করে যেকোন ভাইরাস প্রবেশ করতে পারে আপনার নাক এবং মুখ দিয়ে। ভাইরাস প্রতিরোধী ক্ষমতার শতাংশ শূন্য হলেও কাপড়ের মাস্ক ব্যাকটিরিয়া এবং ধুলিকনার ৫০ শতাংশ ঠেকাতে সক্ষম। করোনা থেকে বাঁচুন, কাপড়ের মাস্ক ফেলে দিন।
স্পঞ্জ মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী কোন ক্ষমতাই নেই। স্পঞ্জ মাস্ক ভেদ করে যেকোন ভাইরাস প্রবেশ করতে পারে আপনার নাক এবং মুখ দিয়ে। ভাইরাস প্রতিরোধী ক্ষমতার শতাংশ শূন্য হলেও স্পঞ্জ মাস্ক ব্যাকটিরিয়া এবং ধুলিকনার মাত্র ০.৫ শতাংশ ঠেকাতে সক্ষম।
সার্জিক্যাল মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ৯৫%। সার্জিক্যাল মাস্ক ভেদ করে যেকোন ভাইরাসের আপনার নাকে মুখে প্রবেশ করা বেশ কঠিন। ভাইরাস প্রতিরোধী ক্ষমতার শতাংশ ৯৫ হলেও সার্জিক্যাল মাস্ক ৮০ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম। করোনা থেকে বাঁচুন, স্পঞ্জ মাস্ক পরা থেকে বিরত থাকুন।
কার্বন যুক্ত মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ১০%। অর্থাত্ যেকোন ভাইরাস সহজেই প্রবেশ করতে পারে আপনার নাক এবং মুখ দিয়ে। ভাইরাস প্রতিরোধী ক্ষমতার শতাংশ ১০ হলেও কার্বন যুক্ত মাস্ক ৫০ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম।
কোন মাস্ক কতটা নিরাপত্তা দেয়? কটা মাস্ক পরবেন? কোন মাস্ক পরবেন না?
এন ৯৫ মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ৯৫%। এই মাস্ক ভেদ করে যেকোন ভাইরাসের আপনার নাকে মুখে প্রবেশ করা বেশ কঠিন। ৯৫ শতাংশ ভাইরাস প্রতিরোধী ক্ষমতার সাথে এই মাস্ক ১০০ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম।
এন ৯৯ মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ৯৯%। এই মাস্ক ভেদ করে যেকোন ভাইরাসের আপনার নাকে মুখে প্রবেশ করা বেশ কঠিন। ৯৯ শতাংশ ভাইরাস প্রতিরোধী ক্ষমতার সাথে এই মাস্ক ১০০ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম।
এফ এফ পি ১ মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ৯৫%। এই মাস্ক ভেদ করে যেকোন ভাইরাসের আপনার নাকে মুখে প্রবেশ করা বেশ কঠিন। ৯৫ শতাংশ ভাইরাস প্রতিরোধী ক্ষমতার সাথে এই মাস্ক ৮০ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম।
কোন মাস্ক কতটা নিরাপত্তা দেয়? কটা মাস্ক পরবেন? কোন মাস্ক পরবেন না?
ডাব্লু এন ৯৫ মাস্কঃ এই মাস্কের ভাইরাস প্রতিরোধী ক্ষমতা ৯৫%। এই মাস্ক ভেদ করে যেকোন ভাইরাসের আপনার নাকে মুখে প্রবেশ করা বেশ কঠিন। ৯৫ শতাংশ ভাইরাস প্রতিরোধী ক্ষমতার সাথে এই মাস্ক ৯৫ শতাংশ ব্যাকটিরিয়া এবং ধুলিকনা ঠেকাতে সক্ষম।