অর্থনীতি

কেষ্টো পেলো কোটি টাকার লটারি!

তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-ভাগ্যদেবী যে তার প্রতি সুপ্রসন্ন তা প্রমাণ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এবার লটারির টিকিট কেটে কোটি টাকা পেলেন তিনি, লটারি সংস্থার সরকারি ওয়েবসাইটে তার ছবি ও নাম দিয়ে প্রথম পুরস্কার জেতার তথ্য উঠে আসতেই রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। প্রকাশ্যে লটারি প্রাপ্তির ঘটনা নিয়ে কেষ্ট মণ্ডল, সরাসরি মুখ না খুললেও বিষয়টি সোমবার ই মুখ্যমন্ত্রী কে টেলিফোনে জানিয়েছে। দিনভর বিতরকের শেষে সন্ধায় ‘সংবাদ প্রতিদিন’ কে অনুব্রত জানিয়েছেন, “নম্বর মিলিয়ে যদি সত্যিই লটারি পাই তবে পুরো টাকাটাই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দেব ”
কিন্তু কিভাবে কেষ্ট পেলেন লটারি? তাও আবার কোটি টাকা? বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠরা জানিয়েছেন ভাগ্য এর এক চমকপ্রদ কাহিনী। দলের কাজে গাড়িতে ঘুরতে ঘুরতেই একদিন গাড়িতেই কেষ্ট শোনেন, চালক নিরাপত্তারক্ষীরা সবাই মাঝে মাঝে টিকিট কাটেন। সঙ্গে সঙ্গে মজার ছলে তিনিও টাকা দিয়ে বলেন, ‘আমার জন্য তাহলে একটা টিকিট কেটে নিও ‘।কিন্তু তিনি নিজের কাছে টিকিট না রেখে নিরাপত্তারক্ষীর কাছেই রেখে দেন। এর আগে কখনো লটারি টিকিট না কাটলেই ওয়েবার গোটাটাই চালক নিরাপত্তারক্ষীদের সঙ্গে মজার ছলে তিনি করেছিলেন বলে ঘনিষ্ঠদের দাবি। lotterysambadresult.in ওয়েবসাইটে দেখা যাচ্ছে গত ৭ ডিসেম্বর ২০২১ আটটায় ডিয়ার লটারি খেলা হয়েছে। টিকিটের নম্বর –89H54045,গ্রাহক প্রথম পুরস্কার কোটি টাকা পেয়েছে। গ্রাহকের নাম অনুব্রত মণ্ডল উল্লেখ করার পাশাপাশি বছর কয়েক আগে তোলা কেষ্টর একটি ছবিও দিয়েছে ওয়েবসাইটটি। লটারি সমাচার এমন ঘোষণার পর ওই এদিন বেলা বাড়তেই ‘ভানু পেল লটারি ‘ সিনেমার ধাঁচের সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায় ‘ অনুব্রত পেল লটারি ‘। সংবাদমাধ্যম থেকে কোটি টাকা প্রাপ্তির খবর শোনার পর প্রথমে অনুব্রত নিজেও বিশ্বাস করতে পারেনি। পরিচালক ও নিরাপত্তা কর্মীদের ডেকে পাঠান ও জানতে পারেন যে তার নামে কাটা টিকিট এই প্রথম পুরস্কার উঠেছে। এরই মধ্যে বিজেপি টুইট করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি কে নিয়ে তীব্র কটাক্ষ করেন। পাল্টা অনুব্রতর ঘনিষ্ঠরা ও লটারি সংস্থার ওয়েবসাইটে এই খবর ও ভূয়ো, ফেসবুকে দাবি করতে শুরু করেন। স্বয়ং অনুব্রত মুখে কুলুপ আঁটায় বিতর্ক আরো বৃদ্ধি পায়।
দুপুরের পর মোহাম্মদ বাজারে ‘দেওচা পাচামি ‘ নিয়ে বৈঠক শেষে লটারি পাওয়া নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন করলেও কোনো উত্তর না দিয়ে চলে যান অনুব্রত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি ঘনিষ্ঠ এক বিধায়ক বলেন “দাদা সব সময় দলের পাশাপাশি নিজের প্রতিটি বিষয়ে নেত্রীকে জানিয়ে রাখেন,মহম্মদ বাজারে বৈঠক শেষে বোলপুর ফেরার পথেই লটারি প্রাপ্তির বিষয়টি মমতাদি কে জানাতে পেরেছেন তাই তার আগে তিনি কোনো মন্তব্য করেননি”।লটারির টাকা তিনি গরিবের কল্যাণের জন্যই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন, সেকথাও নেত্রীকে জানিয়েছেন বলে দাবি করেন স্বয়ং অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *