জেলার খবর স্বাস্থ্য

কুলপির করঞ্জলীতে কিশোর স্বাস্থ্য মেলা ২০২১

নাজির সেখঃ-  দক্ষিন২৪পরগনা জেলার কুলপি ব্লকের কুলপি গ্রামীন হাসপাতাল ও C I N I এর পরিচালনায় ও করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বুধবার করঞ্জলী গোষ্ঠ তলা প্রাঙ্গনে কিশোর স্বাস্থ্য মেলা 2021 অনুষ্ঠিত হলো।কুলপি ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের ১০ — ১৯ বছর বয়সী কিশোর,কিশোরদের নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয়। উপস্হিত বক্তারা জানান কিশোর কিশোরীদের এই বয়সটিতে শারীরিক গঠন,মানসিক গঠন,শারীরিক পুষ্টি আগামীতে তারা কিভাবে এগোবে তার সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়াও এই বয়সেই কিশোর কিশোরীরা বিপথে পরিচালিত হয়,তারা আগামীতে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেইজন্য তাদের সামাজিক,শারীরিক মানসিক বিষয়ে সচেতন করাই আজকের মূল কর্মসূচী। আজকের এই শিবিরে বহু কিশোর কিশোরী অংশ নেয়। উপস্হিত ছিলেন,কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার,C M O H দেবাশীষ মুখার্জি,ডেপুটি C M OH সোনালী দাস,ডা পি এন কুন্ডু,( NEUROLOGIST, S S K M) দেবশ্রী মুখার্জী,(B D O কুলপি ব্লক) ঢোলাহাট থানার I C কৌশিক নাগ, কুলপী পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কয়াল সহ বহু বিশিষ্ট ব্যাক্তি ও সমাজকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *