বিউরো, ডায়মন্ডহারবার: শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে দুই পরীক্ষার্থী। তাদের হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় দু’জনই। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাসিন্দা সুমন মাজি ও রাহিদা বোলদিয়ার মাধ্যমিকের সিট পড়েছে কুলপিরই অশথ্থতলা জে এস এস হাইস্কুলে। পরীক্ষা চলাকালীন ওই দু’জনই অসুস্থ হয়ে পড়ে। সওয়া একটা নাগাদ সুমন মাজিকে ও ১—৫০ মিনিট নাগাদ রাহিদা বোলদিয়াকে নিয়ে আসা হয় কুলপির বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রের দুই শিক্ষক—শিক্ষিকা স্বপন মাল ও মিতা অধিকারী সিভিক পুলিশের সাহায্য নিয়ে দুই পরীক্ষার্থীকে হাসপাতালে এনে ভর্তি করেন। ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অসুস্থ দুই পরীক্ষার্থীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসা করেন। সুস্থ হলে হাসপাতালেই দু’জনের পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেন দু’জনই। পুরো পরীক্ষাই দেয় ওই দুই ছাত্রছাত্রী। বিকেল চারটে নাগাদ তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দু’জনই সম্পূর্ণ সুস্থ রয়েছে। কোনও জরুরী প্রয়োজন হলে তো বটেই তাছাড়াও পাঁচদিন পর হাসপাতালে এসে দু’জনকেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
