জেলার খবর দেশের খবর রাজ্যের খবর

কাঠের সেতু ভেঙে বিপত্তি বামনায়।

কাঠের সেতু ভেঙে বিপত্তি বামনায়।

কাঠের সেতু দীর্ঘদিন ধরে বেহাল দশা দিদির সুরক্ষা কবচ প্রচারে গিয়ে কয়েকদিন আগে বেহাল কাঠের সেতু পরিদর্শন করে আসেন বিধায়ক। আজ সকালে হঠাৎ কাঠের সেতু একা ভেঙে পড়ে সমস্যায় পড়ে মগরাহাট ১ নং ব্লকের লক্ষিকান্তপুর পঞ্চায়েতের বামনা এলাকার সহ চার টি গ্রামের মানুষ।

মগরাহাট পশ্চিম বিধানসভার লক্ষিকান্তপুর পঞ্চায়েত এলাকার বামনা সহ তিন -চারটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের রাস্তার নির্ভর করতে হয় বামনা এলাকার কাঠের সেতু। ডায়মন্ড হারবার – মগরাহাট খাল বয়ে গিয়েছে বামনা এলাকার মধ্যে দিয়ে বাহিরপুয়া স্টেশনে ট্রেন ধরতে আসতে কিংবা বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে হলে ওই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন এলাকার বাসিন্দারা ওই সেতুকে পাকা কংক্রিটের সেতু তৈরীর দাবি করে আসছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেতুটি কংক্রিটের করার জন্য বার বার স্থানীয় বিধায়কে জানিয়ে ও কোন লাভ হয়। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয় যে কোন সময় বড়সড় বিপত্তি ঘটতে পারে। আজ ভোরের দিকে সেতুর এক অংশ ভেঙে পড়ে। বেলার দিকে ভাঙলে হয়তো বড়সড় কোন বিপদ ঘটতে পারতো। সেতুটি ভেঙে যেতে আমরা স্থানীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকে জানাই। সমস্যায় পড়ছে এলাকার বাসিন্দারা থেকে শুরু করে এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সেতু সারাইয়ের কাজ শুরু করে এলাকার বাসিন্দারা। এ নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। শুরু হয় রাজনৈতিক এলাকার বিরোধী দলনেতা নেতারা দাবি করে এই সেতু তৈরীর টাকা কোথায় গেল তা নিয়ে তদন্তের দাবি জানান।

মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানান , সেতুর সমস্যা হয়েছে ওটা সম্পূর্ণ কংক্রিটের সেতু তৈরী করা হবে তারজন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ চালু হবে। মগরাহাট পশ্চিম বিধানসভার আর মাত্র চার টি কাঠের সেতু আছে সেগুলো আগামী একবছরের মধ্যে কংক্রিটের সেতু তৈরী করা হবে। বিরোধীরা শুধু রাজনীতি করতে জানে, তৃণমূল কংগ্রেস মানে উন্নয়নের হাতিয়ার। মানুষের সঙ্গে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *