তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ- এবার অবস্থা গুরুতর না হলে হাসপাতলে আসতে হবেনা রোগীদের। কারণ এখন থেকে পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে ‘ডক্টরস অন্ হুইল’। নামখানা ব্লক প্রশাসনের উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হলো। করোণা পরিস্থিতিতে বাড়িতে থেকেই চিকিৎসা’ পরিষেবা পাওয়ার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার দ্বারিকনগর গ্রামীণ হাসপাতাল থেকে এর উদ্বোধন করেন নামখানা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সান্তনু সিংহ ঠাকুর ও দ্বারিকনগর গ্রামীণ হাসপাতাল এর সুপার শুভ্রনীল দাস।একটি অ্যাম্বুলেন্সে করে দুজন ডাক্তার এবং কয়েকজন নার্স নামখানার প্রত্যন্ত এলাকার গ্রামগুলিতে পৌঁছে যাবেন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। কারোর অবস্থা খারাপ হলে তাকে আনার জন্য দ্বারাকানাথ গ্রামীণ হাসপাতাল থেকে আরেকটি এম্বুলেন্স যাবে। অনেক মানুষ আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে নামখানা ব্লকের দ্বারিকনগর গ্রামীণ হাসপাতাল এ আসতে পারেন না। তাদের কথা ভেবে এই ব্যবস্থা চালু হয়েছে। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানান কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে নামখানা ব্লক প্রশাসন। আপাতত একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমেই এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। ভালো সারা পেলে এম্বুলেন্স এর সংখ্যা বাড়ানো হতে পারে।
