অর্থনীতি জেলার খবর বিনোদন রাজ্যের খবর স্বাস্থ্য

এবার দার্জিলিং ভ্রমণেও বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিন অথবা নেগেটিভ রিপোর্ট..!

এবার দার্জিলিং ভ্রমণেও বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিন অথবা নেগেটিভ রিপোর্ট..!

ডেস্ক, সুমিতা তপস্বী : পর্যটকদের হাতে কোভিড নেগেটিভ রিপোর্ট না থাকলে দার্জিলিং-এ পাওয়া যাবে না হোটেল বা হোম স্টে। যদিও কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে কোভিড রিপোর্ট বাধ্যতামূলক নয়। করোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ। 

রাজ্যের সার্বিক করোনাচিত্র স্বস্তিদায়ক হলেও পাহাড়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রশাসনের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ। পাহাড়ে পর্যটকদের অচসেতনভাবে ঘুরে বেড়ানো বড় বিপদ ডেকে আনতে পারে, মাত্র একদিন আগে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটকদের সচেতন থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার করোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট পর্যটকদের হাতে থাকলে তবেই তাঁরা দার্জিলিং জেলায় কোনও হোটেল বা হোম-স্টেতে থাকতে পারবেন। এক্ষেত্রে ৭২ ঘণ্টা আগের কোভিড পরীক্ষার রিপোর্ট গাহ্য করা হবে না। যাঁদের কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে তাঁদের করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক নয়। তবে তাঁদের ভ্যাক্সিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

এর আগে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমনিতেও এ ধরনের বিধিনিষেধ জারি হয়েছে।পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসনের নির্দেশিকাতেও বলা হয়েছে, এবার থেকে হোটেলে রুম ভাড়া নিতে হলে থাকতে হবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা নিতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। তবেই মিলবে রুম নইলে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *