বিউরো :- ইউটিউব দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারেন। নাচ গান থেকে শুরু করে রান্নার ভিডিও, সবই আজকাল ইউটিউব দেখে শেখা যায়। তাই বলে গর্ভপাত? সেটাও কি ইউটিউব দেখে সম্ভব? মহারাষ্ট্রের নাগপুরের এক অন্তঃসত্ত্বা যুবতী তেমনটাই করতে গিয়ে কার্যত বিপদ বাঁধিয়ে বসলেন। ২৫ বছরের ওই যুবতী ইউটিউব দেখে গর্ভপাত করাতে গিয়ে অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন।
সূত্রে খবর, ওই যুবতীর প্রেমিক তাকে ইউটিউব দেখে গর্ভপাত করানোর পরামর্শ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তারা সহবাস করেছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি তিনি গর্ভধারণ করেন। তার প্রেমিককে সে কথা জানাতেই তিনি গর্ভপাতের পরামর্শ দেন তাকে। তাও আবার ইউটিউব দেখে! প্রেমিকের কথা মতো ইউটিউব দেখে গর্ভপাতের ওষুধ খেয়ে নেন ওই যুবতী।
এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ক্রমে তার শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবতীর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে যুবতীর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।