তনুশ্রী ভান্ডারী :- এক বিরল প্রজাতির মাছের দেখা মিলল ডায়মন্ডহারবার শহরে।
ডায়মন হারবার লেনিন্নগর এর সামনে খালের ঘাটে সকালবেলায় দেখা যায় এই মাছের, পোশাকি নাম অ্যালিগেটর ফিশ। দেখতে অনেকটা কুমিরের মতন, মাছের আঁশ খুবই শক্ত। বহু দাঁত বিশিষ্ট। খালি কিভাবে এই মাছ এলো তা নিয়ে চিন্তিত অনেকেই। কারণ গ্রামের বহু মানুষ আছেন যারা এই ঘাটে স্নান করেন এবং ঘাটে নামেন। ডায়মন্ড আবার নতুন পোলের প্রতিমা নিরঞ্জনের ঘাটের ঠিক বিপরীতে অবস্থিত ঘাটেই মেলে এই মাছ। অনেকে মনে করছেন যেহেতু খালটি নদীর সঙ্গে সংযুক্ত তাই কোনভাবেই নদী থেকে এই মাছ খালে ঢুকে পড়ে। যেহেতু এ এক বিরল প্রজাতির মাছের দেখা মেলে তাই সকালবেলায় প্রত্যেক মানুষের ভিড় লেগে যায় ডায়মন হারবার লেলিন নগরে।
