রায়গঞ্জঃ গৃহবধূ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়া এলকায়। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয়। ২১ বছর বয়েসী ওই মৃত গৃহবধুর নাম সুস্মিতা দাস পাল। ছয়বছর আগে সুস্মিতা দাসের সঙ্গে ছোটন পালের বিয়ে হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে।
সুস্মিতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই নানান অছিলায় তাঁদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী ছোটন সহ পরিবারের অন্যান্যরা। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে পৈঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
শুক্রবার সকালে সুস্মিতার বাপের বাড়ির তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই রায়গঞ্জ থানার পুলিশ মৃতার স্বামী ছোটোন পাল ও ভাসুর স্বপন পালকে আটক করেছে।