খেলার খবর

একাধিক ইনভেস্টর-স্পনসরদের নিয়ে আইএসএলে নামার পথে ইস্টবেঙ্গল

শ্রী সিমেন্টের কাছ থেকে স্পোর্টিং রাইটস ফিরে পাওয়ার পর কোমর বেঁধে পুনরুত্থানের কাহিনী তৈরি করছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই নতুন করে স্পনসর-ইনভেস্টরদের এনে আইএসএলে সাফল্যের পথে হাঁটতে চাইছে কর্তারা।

সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ফুটবল এন্টিটি হিসেবে যাতে এখন থেকে ইস্টবেঙ্গল ক্লাব হিসেবে বিজ্ঞাপিত করা হোক, এই নিয়ে আইএফএর কাছ আবেদন করেছে কর্তারা।

দ্বিতীয়ত, সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড থেকে খেলোয়াড় নির্বাচনের জন্য ক্লাবের দুই প্রাক্তনী আলভিটো ডি কুনহা ও ষষ্ঠী দুলে যাবেন কেরলের উদ্দেশ্যে।

তৃতীয় সিদ্ধান্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্লাবের কর্মপরিচালনায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে স্পষ্ট, একাধিক স্পনসর-ইনভেস্টরদের নিয়ে একটি কনসোর্টিয়াম তৈরি করে আইএসএলে নামতে চাইছে ইস্টবেঙ্গল।

আর চতুর্থত, সদস্যদের জন্য ক্লাব প্রাঙ্গনে অত্যাধুনিক রেস্তোরাঁ তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *