তনুশ্রী ভান্ডারী :- মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফেলুরাম হালদারের নেতৃত্বে গরীব দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র। এলাকার কৃষক খোঁজ দুস্থ মানুষ এই শীতের দিনে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল, তাদের পাশে দাঁড়াতে ও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এদিন প্রায় 200 জন গরীব দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত সকল ব্যক্তিদের হাতে একটি করে মাক্স ও মোয়া বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অঞ্চল সভাপতি ফেলুরাম হালদার সহ অমলেন্দু ঘাঁটা ও অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।
