তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ-
যবে থেকে লকডাউন শুরু হয়েছে, ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, ‘ব্রেইনটিজার’ (Viral)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। এই যেমন একটি ছবি শেয়ার করেছেন বেল্লা জ্যাক নামে জনৈক টুইটার ব্যবহারকারী! নেটিজেনদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ছবির মধ্যে লুকিয়ে থাকা চিতাবাঘ খুঁজে বের করতে (Viral)!
ছবিটিতে দেখা যাচ্ছে মাটির খুঁড়ে স্তূপ করে রাখা, সামনে একটি গাছ। গোটা গাছ নয়, শুধু কাণ্ডটুকুই দেখা যাচ্ছে। এই ছবির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আস্ত একটা চিতাবাঘ! কোথায়? খুঁজতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা! অনেকে খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করছেন, অন্যদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, অনেকে আবার ডাহা ফেল!সত্যিই কিন্তু ছবিতে ক্যামোফ্লাজ হয়ে লুকিয়ে রয়েছে চিতাবাঘ। দেখুন তো আপনি খুঁজে পান কি না…
চিতাবাঘের ক্যামোফ্লাজ হওয়ার অসাধারণ দক্ষতা কার না জানা! এই ছবিতেও কী নিপুণভাবে লুকিয়ে রয়েছে চিতা! খুঁজতে গিয়ে মাথা ঘুরে যাওয়ার যোগাড়! তবে অনেকেই কিন্তু খুঁজে পেয়েছেন বাঘমামাকে! কোথায় বলুন তো? গাছের গুঁড়ির পিছনে ডাঁই করে রাখা মাটির মধ্যেই ক্যামোফ্লাজ করে রয়েছে চিতাবাঘটি!
মাটির রং আর চিতাবাঘের রং মিলেমিশে একাকার! খুব খুটিয়ে খুটিয়ে দেখলে তবে বুঝতে পারবেন!